এইচএসসি পরীক্ষার ও সমমানের পরীক্ষার ফলাফল পাওয়ার বিভিন্ন উপায় –
আপনি যদি ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী হন এবং আপনার এইচএসসি ফলাফল পেতে চান, তবে আপনি ঠিক জায়গায় আছেন। এই আর্টিকেলের মাধ্যমে আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুত এবং সহজ উপায়ে পেয়ে যাবেন। আজ আমি এই আর্টিকেলে দেখাবো, কিভাবে আপনার এইচএসসি ফলাফল পাবেন। আমি চেষ্টা করবো এইচএসসি পরীক্ষার ফলাফল বের করার সকল উপায় উপস্তাপন করার। তাই, এই আর্টিকেলটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
কখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ?
উত্তর :
সাধারণত, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের ৬০ থেকে ৭৫ দিন পর রেজাল্ট প্রকাশিত হয়। কিন্তু এবছর করোনার পরিস্থিতির কারণে এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা হয় নি। সুতরাং, পরীক্ষার পর বলা যাবে কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে।
আসুন দেখে নেওয়া যাক… বিগত কয়েক বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ
বছর | তারিখ |
২০১১ | ২৭ জুলাই |
২০১২ | ১৮ জুলাই |
২০১৩ | ৩ আগস্ট |
২০১৪ | ১৩ আগস্ট |
২০১৫ | ৯ আগস্ট |
২০১৬ | ১৮ আগস্ট |
২০১৭ | ২৩ জুলাই |
২০১৮ | ১৯ জুলাই |
২০১৯ | ১৭ জুলাই |
সুতরাং, বিগত কয়েক বছরের ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী বলা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল এবছরের জুলাই মাসের ১৫ – ২৫ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।
কিভাবে অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করবেন ?
অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ২টির লিংক নিচে দেওয়া হলো –
আমি মনে করি, অনলাইন থেকে সকল শিক্ষাবোর্ডের ফলাফল বের করা সেরা ওয়েবসাইট – boardresultsbd.com । পিএসসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এসইচএসসি/আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি ফলাফল এই সাইটে পাওয়া যাবে। সকল পরীক্ষার ফুল মার্কশীট এই ওয়েবসাইটে পাওয়া যায়। ২০২০ সালের এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার এসএসসি পরীক্ষার ফলাফল ফুল মার্কশীটসহ দেখতে পারবেন।
এইচএসসি ফলাফল পাওয়ার অনেকগুলো উপায় (পদ্ধতি) রয়েছে। অনলাইন, এসএমএস, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং স্কুল ক্যাম্পাস এর মাধ্যমে আপনি আপনার পরীক্ষার ফলাফল পেতে পারেন। নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার এইচএসসি ফলাফল বের করুন –

যেভাবে অনলাইনে educationboardresults.gov.bd থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করবেন –
অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
- এবার “Examination” অপশন থেকে “HSC/Alim” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
- সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন। Example: 4+3 = 7
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন। “SUBMIT” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এইচএসসি/দাখিল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
রেজাল্ট পাবলিশ এর দিন অনেকে রেজাল্ট দেখার জন্য একসাথে শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে ভিজিট করে। ফলে, সাইট ডাউন হতে পারে। তাই, কয়েকবার ট্রাই করবেন। আশা করি, রেজাল্ট পেয়ে যাবেন।
যেভাবে eboardresults.com থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করবেন
অনলাইনে eboardresults.com থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “Examination” অপশন থেকে “HSC/Alim/Equivalent” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার Result Type অপশন থেকে “Result Type” – “Individual Result” করে দিন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন। “Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
eboardresults.com একটি নতুন ওয়েবসাইট। ওয়েব ভিত্তিক এই ওয়েবসাইটে এইচএসসি ফলাফলসহ যেকোন বোর্ড পরীক্ষার ফলাফল এই সাইট থেকে পাওয়া যায়। আপনি এখানে থেকে সহজেই আপনার এইচএসসি ফলাফল বের করতে পারেন। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার স্কুলের সকল এইচএসসি পরীক্ষার্থীর ফলাফল দেখতে পারেন। আপনার স্কুলের সকলের এইচএসসি পরীক্ষা ফলাফল বের করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্কুলের EIIN জানতে হবে। তা না হলে আপনি আপনার স্কুলের সকলের ফলাফল দেখতে পারবেন না।
যেভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল এইচএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “Examination” অপশন থেকে “HSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার Result Type অপশন থেকে “Result Type” – “Institution Result” করে দিন।
- এবার, “EIIN” অপশন থেকে খুব সর্তকতার সাথে আপনার স্কুলের “EIIN Number” দিন।
- সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন। “Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের এইচএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
যেভাবে মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে
প্রতি বছরই ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল এএমএস পোর্টালে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটার দিকে।
ফলাফল প্রকাশের দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (কম-বেশি হতে পারে) শিক্ষাবোর্ডের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা ঝামেলা পোহাতে হয় বা বেশি সময় লাগতে পারে। এজন্য এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।
হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই। প্রতি এসএমএস (SMS) – এ ২.৪৪৳ কাটা হবে।
যেভাবে দ্রুত ও সহজে মোবাইলে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন
সাধারণ বোর্ডের জন্য
ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো BAR (বরিশাল), CHI (চট্টগ্রাম), COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), DIN (দিনাজপুর), JES (যশোর), MYM (ময়মনসিংহ), RAJ (রাজশাহী), SYL (সিলেট) ও ।
For Example :
HSC DHA 123456 2020 and Send to 16222
মাদ্রাসা বোর্ডের (দাখিল পরীক্ষা) জন্য
For Example :
এসএসসি সমমানের মাদ্রাসা বোর্ডের ( দাখিল পরীক্ষার) ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে Alim লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে।
Alim MAD 123456 2020 and send to 16222
কারিগরি বোর্ডের জন্য
কারিগরি বোর্ডের জন্য HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
For Example :
HSC TEC 454511 2020 and send to 16222
All Education Board First 3 letter for Mobile SMS
- বরিশাল শিক্ষা বোর্ডের জন্য : BAR
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য : CHI
- কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য : COM
- ঢাকা শিক্ষা বোর্ডের জন্য : DHA
- দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য : DIN
- যশোর শিক্ষা বোর্ডের জন্য : JES
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য : MYM
- রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য : RAJ
- সিলেট শিক্ষা বোর্ডের জন্য : SYL
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য : MAD
- কারিগরি শিক্ষা বোর্ডের জন্য : TEC
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯ – এর রুটিন প্রকাশিত হয় – ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ । শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবার দেশের নয় হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষার আসনে বসেছে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ছয় লাখ ৮৭ হাজার নয়জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। এরমধ্যে ছাত্র পাঁচ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। এই পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৮৮ হাজার ৪৫১ জন। এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ২৭৫ জন। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে এবং অটিজমসহ বিশেষ বিবেচনার দাবি রাখে, এমন শিক্ষার্থীদের ৩০ মিনিট বাড়তি সময় দেওয়া হয়েছে।
২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানঃ
২০১৯ সাল সারাদেশে পাশের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে মোট পাসের হার ৮৮.৫৬ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলের ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। গতবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। পাশ করেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।
[ তথ্যসূত্রঃ Dhaka Tribune ]