এস এস সি পরীক্ষার রেজাল্ট 2020 – SSC ফলাফল 2020 দেখার বিভিন্ন উপায় –
Table of Contents
আপনি যদি ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী হন এবং আপনার এসএসসি ফলাফল পেতে চান, তবে আপনি ঠিক জায়গায় আছেন। আপনার এসএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুত এবং সহজ উপায়ে পেয়ে যাবেন। আজ আমি এই আর্টিকেলে দেখাবো, কিভাবে আপনার এসএসসি ফলাফল পাবেন। আমি চেষ্টা করবো এসএসসি পরীক্ষার ফলাফল বের করার সকল উপায় উপস্তাপন করার। তাই, এই আর্টিকেলটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

কখন এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২০ প্রকাশিত হবে ? (SSC Result Kobe Dibe ?)
উত্তর :
সাধারণত, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের ৬০ থেকে ৭৫ দিন পর রেজাল্ট প্রকাশিত হয়। কিন্তু এবছর করোনার পরিস্থিতির কারণে মে মাসের শুরুতে প্রকাশের কথা থাকলেও তা এখনও অনিশ্চিত হয়ে পড়ে। তবে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ মে, ২০২০।
Update : ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ৩১ মে, ২০২০ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন বোর্ডগুলোর চেয়ারম্যানেরা।
বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে শুরু হয় এবং ফেব্রুয়ারিে মাসের ২৭ তারিখে শেষ হয়। আপনি মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও সমমানের ফলাফল জানতে পারবেন। সারাদেশে একযোগে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -এ সকল বোর্ডের ফলাফল এক সাথে প্রকাশিত হবে।

যেভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ – এর ফলাফল বের করবেন
অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল বের করতে পারবেন। এখানে আপনি সকল বোর্ড পরীক্ষার ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ২টির লিংক নিচে দেওয়া হলো –
আমি মনে করি, অনলাইন থেকে সকল শিক্ষাবোর্ডের ফলাফল বের করা সেরা ওয়েবসাইট – boardresultsbd.com । পিএসসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এসইচএসসি/আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি ফলাফল এই সাইটে পাওয়া যাবে। সকল পরীক্ষার ফুল মার্কশীট এই ওয়েবসাইটে পাওয়া যায়। ২০২০ সালের এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার এসএসসি পরীক্ষার ফলাফল ফুল মার্কশীটসহ দেখতে পারবেন।
এসএসসি ফলাফল পাওয়ার অনেকগুলো উপায় (পদ্ধতি) রয়েছে। অনলাইন, এসএমএস, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং স্কুল ক্যাম্পাস থেকে আপনি আপনার পরীক্ষার ফলাফল পেতে পারেন। নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার এসএসসি ফলাফল বের করুন –

যেভাবে অনলাইনে educationboardresults.gov.bd থেকে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ – এর ফলাফল বের করবেন –
অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
- এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
- সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন। Example: 4+3 = 7
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন। “SUBMIT” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
রেজাল্ট পাবলিশ এর দিন অনেকে রেজাল্ট দেখার জন্য একসাথে শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে ভিজিট করে। ফলে, সাইট ডাউন হতে পারে। তাই, কয়েকবার ট্রাই করবেন। আশা করি, রেজাল্ট পেয়ে যাবেন।
যেভাবে eboardresults.com থেকে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ – এর ফলাফল বের করবেন
অনলাইনে eboardresults.com থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার Result Type অপশন থেকে “Result Type” – “Individual Result” করে দিন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন। “Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
eboardresults.com একটি নতুন ওয়েবসাইট। ওয়েব ভিত্তিক এই ওয়েবসাইটে এসএসসি ফলাফলসহ যেকোন বোর্ড পরীক্ষার ফলাফল এই সাইট থেকে পাওয়া যায়। আপনি এখানে থেকে সহজেই আপনার এসএসসি ফলাফল বের করতে পারেন। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীর ফলাফল দেখতে পারেন। আপনার স্কুলের সকলের এসএসসি পরীক্ষা ফলাফল বের করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্কুলের EIIN জানতে হবে। তা না হলে আপনি আপনার স্কুলের সকলের ফলাফল দেখতে পারবেন না।
যেভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2020” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার Result Type অপশন থেকে “Result Type” – “Institution Result” করে দিন।
- এবার, “EIIN” অপশন থেকে খুব সর্তকতার সাথে আপনার স্কুলের “EIIN Number” দিন।
- সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন। “Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
যেভাবে মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে
প্রতি বছরই ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল এএমএস পোর্টালে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটার দিকে।
ফলাফল প্রকাশের দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (কম-বেশি হতে পারে) শিক্ষাবোর্ডের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা ঝামেলা পোহাতে হয় বা বেশি সময় লাগতে পারে। এজন্য এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।
হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই। প্রতি এসএমএস (SMS) – এ ২.৪৪৳ কাটা হবে।
যেভাবে দ্রুত ও সহজে মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন
সাধারণ বোর্ডের জন্য
ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), MYM (ময়মনসিংহ), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)।
For Example :
SSC DHA 123456 2020 and Send to16222
মাদ্রাসা বোর্ডের (দাখিল পরীক্ষা) জন্য
For Example :
এসএসসি সমমানের মাদ্রাসা বোর্ডের ( দাখিল পরীক্ষার) ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে।
Dakhil MAD 123456 2020 and send to16222
কারিগরি বোর্ডের জন্য
কারিগরি বোর্ডের জন্য SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
For Example :
SSC TEC 123456 2020 and send to 16222
এসএমএসের জন্য এর জন্য সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন (৩) অক্ষর
- বরিশাল শিক্ষা বোর্ডের জন্য : BAR
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য : CHI
- কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য : COM
- ঢাকা শিক্ষা বোর্ডের জন্য : DHA
- দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য : DIN
- যশোর শিক্ষা বোর্ডের জন্য : JES
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য : MYM
- রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য : RAJ
- সিলেট শিক্ষা বোর্ডের জন্য : SYL
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য : MAD
- কারিগরি শিক্ষা বোর্ডের জন্য : TEC
মোবাইল অ্যাপের মাধ্যমে যেভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বের করবেন
আমাদের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপেও রয়েছে। অ্যাপের মাধ্যমে আপনার বোর্ড পরীক্ষার তথ্য দিয়ে খুব সহজে ফলাফল বের করতে পারবেন। অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন।
Download Link : https://play.google.com/store/apps/details?id=com.boardresultsbd.all_exam_result
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘরে বসে পেতে SMS এর মাধ্যমে প্রাক-নিবন্ধন (Pre – Registration) করুন
SSC Result 2020 এর ফলাফল প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম ১৮ মে থেকে শুরু হয়েছে। ফলাফল প্রকাশের দিন স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সরাসরি মোবাইলে ফল পেতে মেসেজ করতে হবে। সেজন্য টাইপ করতে হবে এই নিয়মে : SSC<>Board Name<>Roll<>Year। আর এটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।
এস এস সি রেজাল্ট ২০২০ কবে দিবে ?
আসুন দেখে নেওয়া যাক, বিগত কয়েক বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ
বছর | তারিখ |
২০১৩ | ০৯ মে |
২০১৪ | ১৭ মে |
২০১৫ | ৩০ মে |
২০১৬ | ১১ মে |
২০১৭ | ০৪ মে |
২০১৮ | ০৬ মে |
২০১৯ | ০৬ মে |
সুতরাং, বিগত কয়েক বছরের ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী বলা যায়, এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল এবছরের মে মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষা 2020
২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে।
ঐ দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।
এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার্থীর সংখ্যা। গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। তাদের মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। তাদের মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ছাত্রী বেশি ১২ হাজার ৯৭৮ জন।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেবে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে।
এক নজরে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানঃ
২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সকল সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরী শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৮২.৮৭ ভাগ। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। আর এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
এবার যশোর বোর্ডে ৮৭.৩১ ভাগ , ঢাকা বোর্ডে ৮২.৩৪, রাজশাহী বোর্ডে ৯০.৩৭, দিনাজপুর বোর্ড ৮২.৭৩, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫, সিলেট বোর্ডে ৭৮.৭৯, বরিশাল বোর্ডে ৭৯.৭০, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ এবং কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ পাস করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭২.৭০ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২.৫১ শতাংশ।
এছাড়াও এবছর বিদেশের কেন্দ্রে ৩৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৩১৮ জন। মোট পাশের হার ৯৪.৬৪ ভাগ।
[ তথ্যসূত্রঃ Khola Kagoj ]
I can’t search with marksheet,please help me
What is your roll, registration number, education board?
My daughter passed ssc examinations in 2020.but she not satisfied her results. Now i want to check her papers. Pls provide me how can i will check immediately.
Tks
Narayan
You can board challenge to education board of Bangladesh. Please, cheek here how to board challenge: https://www.boardresultsbd.com/board-challenge-result-rescrutiny/